সব মৌসুম মিলিয়ে আবার হেডের এটিই সর্বোচ্চ নয়। পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড মিস্টার আইপিএল হিসেবে পরিচিত চেন্নাই সুপার কিংসের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার। ২০১৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে পাওয়ার প্লেতে ৮৭ রান করেছিলেন রায়না। এই বাঁহাতি ৮৭ রানের ইনিংস খেলেছিলেন মাত্র ২৫ বলে। বোঝাই যাচ্ছে সেদিন কী ঝড়টাই না তুলেছিলেন রায়না! রায়নার সেই ঝড়ের সমাপ্তি সেদিন হয়েছিল রানআউটে কাটা পড়ে।

আজ ম্যাগার্ক ৮৪ রানের ইনিংসে ৮০ রানই করেছেন বাউন্ডারি থেকে। অর্থাৎ, মোট রানের ৯৫.২৩ শতাংশই তিনি করেছেন বাউন্ডারিতে। বাউন্ডারি থেকে সর্বোচ্চ রানের রেকর্ডও রায়নারই। সেই ৮৭ রানের ইনিংসের ৮৪ রানই রায়না করেছিলেন ছক্কা আর চার থেকে। শতাংশের হিসেবে ৯৬.৫৫ শতাংশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews