মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী আক্তার (২৬) নামে সৌদি থেকে আশা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর দাসহ স্বামী সফর আলী থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন।

রোববার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ঘোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কমলগঞ্জ থানা পুলিশ। উৎসুক মানুষ জনও ভিড় জমাচ্ছেন ওই বাড়িটিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী আক্তারের স্বামী সফর আলী নারায়ণগঞ্জে রংয়ের কাজ করতেন। আর স্ত্রী শিল্পী আক্তার দালাল মারফত এজেন্সির মাধ্যমে সাড়ে তিন মাস আগে স্বামীর অনুমতি ছাড়াই সৌদি আরব গিয়েছিলেন। এ নিয়ে স্ত্রীকে দেশে ফিরে আনতে ওই দালালকে চাপও দিচ্ছিলেন সফর আলী। স্বামীর চাপে দালাল এজেন্সির মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করে শিল্পী আক্তারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন।

গতকাল শনিবার দেশে এসে স্বামীর বাড়িতে উঠেন শিল্পী আক্তার। স্বামীর বাড়িতে উঠার পর স্বামী সফর আলী জানতে পারেন তার স্ত্রী তিন মাসের গর্ভবতী।

এ নিয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের এক সদস্যর কাছে সফর আলী অভিযোগ নিয়ে গেলে ওই ওয়ার্ড সদস্য পরবর্তীতে তা সমাধানের জন্য তাদেরকে পাঠান ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মতিনের কাছে। তবে শেষ পর্যন্ত আব্দুল মতিনের কাছে স্ত্রীর অভিযোগ নিয়ে সফর আলী যাননি বলে জানান, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।

তিনি জানান, তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে রোববার সাড়ে ১১টার দিকে দা দিয়ে শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে সফর আলী।

নিহত শিল্পী আক্তারের পাঁচ বছর বয়সী এক ছেলে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews