পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরী মেয়েরা!

সুন্দরী মেয়েরা ছেলেদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। সম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৯ বছর ধরে একটি সমীক্ষা চালিয়ে এমনটাই দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর টানা ৯ বছর ধরে ওই গবেষণাটি চালানো হয়। স্পেনের ওই গবেষকদের দাবি, সুন্দরী দেখলেই বেশিরভাগ ছেলেদের যেভাবে বুক ধড়ফড় করা বেড়ে যায়, তাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, সুন্দরী মেয়েদের দেখলে ছেলেদের শুধু মনেরই নয়, শরীরেও নানা উথাল-পাথাল হয়। যার প্রভাবে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। সুন্দরী মেয়েরা সামনে এলে ছেলেদের মানসিক চাপ বেড়ে যায় অনেকটাই। অপরিচিত সুন্দরী মেয়েদের ক্ষেত্রেই মানসিক চাপ বৃদ্ধির এই প্রবণতা বেশি। গবেষকদের দাবি, এই মানসিক চাপ কখনো কখনো এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। গবেষণায় তারা দেখেছেন, সুন্দরী মেয়েরা কাছে আসার পাঁচ মিনিটের মধ্যেই ছেলেদের হৃদস্পন্দনের গতি অনেকটাই বেড়ে যায়। এই পাঁচ মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে 'কোরট্রিসল' নামের বিশেষ হরমোনের নিঃসরণ অনেকটা বেড়ে যায়। এই ‘কোরট্রিসল' হরমোনের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে  হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। একই সঙ্গে ডায়াবেটিস বা নানা রকম স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।  কাজেই সুন্দরী মেয়েদের দেখলেই সতর্কভাবে সংযত হওয়া জরুরি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews