ইংল্যান্ড-ভারত সিরিজের নাটকীয় অবসান হলো। ওভাল টেস্টে শেষ দিনে জিততে ইংল্যান্ডের লাগতো ৩৫ রান, ভারতের চার উইকেট। মোহাম্মদ সিরাজ একাই বাকি চার ব্যাটারের তিনজনকে ফিরিয়ে ভারতকে জেতালেন ৬ রানে। ম্যাচসেরা হয়ে এই পেসার জানালেন, ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ওয়ালপেপার তার মনে বিশ্বাস এনে দিয়েছিল যে তিনি পারবেন।
সংবাদ সম্মেলনে সিরাজ বললেন, 'আজ সকালে উঠেই আমি এই ইমোজি খুঁজছিলাম- ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে তৈরি 'বিশ্বাস'। আমি জানি আমাকে দিয়ে বিশেষ কিছু সম্ভব।'
ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানে অলআউট করে রোমাঞ্চকর জয় এনে দিতে পাঁচ উইকেট নেন সিরাজ। শেষ উইকেট নিয়ে রোনালদোর আইকনিক সিউউ উদযাপন করেন। তিনি বললেন, 'আমি সাধারণত সকাল আটটায় উঠি। আজ সকাল ৬টায় উঠেছি, সেই মুহূর্ত থেকে বিশ্বাস করেছি, আমি পারবো। এটাকেই আমার ওয়ালপেপার বানিয়ে নিয়েছি। বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ।'
১৪০ কোটি ভারতীয়র মুখে হাসি এনে দিয়ে উচ্ছ্বসিত সিরাজ, 'আমার খেলা নিয়ে আমি খুব খেটেছি। কাউকে নিয়ে কখনও বাজে কিছু ভাবিনি। ১৪০ কোটি মানুষের মাঝে থেকে নির্বাচিত হওয়া বিশাল ব্যাপার। আপনি আপনার পুরো দেশকে প্রতিনিধিত্ব করছেন। আজ সেই ১৪০ কোটি মানুষের মুখে হাসি। আমি আমার খেলা নিয়ে সৎ থাকতে চাই এবং আমার সামর্থ্যে বিশ্বাস আছে। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এটা গুরুত্বপূর্ণ।'