প্রিমিয়ার লীগে ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় অবনমন যখন চোখ রাঙাচ্ছিল ঠিক তখনই স্বরুপে ফেরে চেলসি। ধারাবাহিক বিবর্ণতা পেছনে ফেলে দীর্ঘদীন পর ধারাবাহিক সাফল্যের দেখা পেয়েছিল ব্লুজরা।

সোমবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে নামার আগে প্রিমিয়ার লীগে টানা আট ম্যাচ অপরাজিত ছিল চেলসি।আর তাতে লীগের পয়েন্ট তালিকায় ঊঠে আসা ব্লুজরা দেখতে শুরু করেছিল ইউরোপা লিগের টিকেট পাওয়ার স্বপ্ন।চেলসি ফর্মে ফেরায় এদিন জমজমাট এক লন্ডন ডার্বি দেখার প্রত্যাশাই ছিল সবার।তবে গানার্সদের আক্রমণাত্মক ফুটবলের সামনে পাত্তায় পায়নি পচেত্তিনোর দল। উল্টো পেল রেকর্ড হারের লজ্জা।

আক্রমণের ঝড় বইয়ে দিয়ে ঘরের মাঠে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।জোড়া গোল করেছেন লিয়ান্দ্রো ট্রোসার্ড,বেন হোয়াইট ও মিডফিল্ডার কাই হার্ভেটজ।গোল ত দুরের কথা;আর্সেনালের গোলমুখে চেলসি শটই রাখতে পেরেছে কেবল একটি।

অন্যদিকে পুরো ম্যচে ২৭ টি শট নেওয়া আর্সেনাল ফিনিশিং টিকটাক করতে পারলে এদিন আরও বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পারত।প্রথমার্ধে।১৩টি শট নিলেও ট্রোসার্সেডের চতুর্থ মিনিটে গোলের পর আর জালের দেখা পায়নি আর্সেনাল।তবে বিরিতর ৫২ থেকে ৭ ০ - এই আটারো মিনিটেই চারবার ব্লুজদের জালে বল পাঠান বেন হোয়াইট ও মিডফিল্ডার কাই হার্ভেটজ।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি চেলসির বিপক্ষে আর্সেনালের সবচেয়ে বড় জয়।বড় জয়ে গানার্সদের শীর্ষস্থান আরও মজবুত হল।৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট এখন মিকেল আর্তেতার দলের।আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।৩২ ম্যাচে ১৩ জয় ও আট ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে চেলসি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews