বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আমন্ত্রিত হয়ে কুষ্টিয়ার খোকসায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক নিরব! আর রাজনীতির মঞ্চে দাঁড়িয়েও এই নায়ক সিনেমার কথাই বললেন!
কুষ্টিয়ার খোকসা উপজেলায় রিপন হোসেন নামের এক নেতার আমন্ত্রণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন নিরব। এসময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
রাজনৈতিক অনুষ্ঠান হলেও সেখানে নিরব হোসেন সিনেমা নিয়ে আলাপ করেন। মঞ্চে দাঁড়িয়ে নিরব বলেন, আমি সিনেমার মানুষ। যেখানে যাবো ঘুরে ফিরে সিনেমার কথাই বলবো। খোকসার এই অঞ্চলে যেন অবশ্যই একটি সিনেপ্লেক্স করা হয়। তাহলে দর্শকরা উপকৃত হবেন।
তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স বা যেটাই হোক তাতে এখানে এসে মানুষ সুন্দর পরিবেশে সিনেমা উপভোগ করতে পারেন। যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন আমার মনে হয়, তাদের জন্য যদি সুন্দর সিনেমা হল করে দেয়া হয়, তাহলে তারা পরিবার নিয়ে এসে আমাদের সিনেমাগুলো শান্তিতে উপভোগ করতে পারবেন।
বক্তব্য দেয়ার সময় নিরব যোগ করে বলেন, রিপন ভাইকে আহ্বান জানাবো, এই অঞ্চলে মানুষদের যেন সিনেপ্লেক্সের ব্যবস্থা করে দেয়া হয়।
চিত্রনায়ক নিরব বলেন, এখানে এসেছি আপনার এলাকায় রিপন ভাইয়ের আমন্ত্রণে। শুধু এতটুকুই বলবো, আপনারা রিপন ভাইয়ের পাশে থাকবেন, আমার বিশ্বাস উনি আপনাদের সঙ্গেই থাকবে।