এক বছর আগে এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ছিল ১৮৭০ কোটি মার্কিন ডলার, যা এবার বেড়ে হয়েছে ২২৫০ কোটি ডলার। এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট লাভ হয়েছে পাঁচশ' কোটি, এক বছর আগে যা ছিল চারশ' কোটি ডলার।

দ্রুত ক্রমবর্ধমান মোবাইল বিজ্ঞাপন বাজারে ফেইসবুক আর অ্যালফাবেট আধিপত্য বিস্তার করেছে বলে জানিয়েছে বিবিসি। বিজ্ঞাপন থেকে গুগলের মোট আয় ১৮.১ শতাংশ বেড়ে ১৯৮২ কোটি ডলার হয়েছে। 

অ্যালফাবেট-এর প্রধান অর্থ কর্মকর্তা রুথ পোরাট আর্থিক প্রতিবেদন প্রকাশকালে বলেন, "আমাদের তৃতীয় প্রান্তিক চমৎকার ছিল। মোবাই সার্চ আর ভিডিও আমাদের মূল বিজ্ঞাপন ব্যবসায় শক্তি যোগাচ্ছে আর গুগল ও আদার বেটস-এ নতুন ব্যবসায়গুলোর উন্নতিতে আমরা আনন্দিত।" 

এ দিকে বর্তমানে ক্লাউড কম্পিউটিং ব্যবসায়ের দিকে নজর দিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, "নতুন যুগ হচ্ছে তা, যেখানে মানুষ তাদের জীবনধারার তুলনায় আরও স্বাভাবিক ও অঙ্গীভূতভাবে কম্পিউটিং অভিজ্ঞতা পাবে।"

এই আর্থিক প্রতিবেদন প্রকাশের পর বাজার মূল্যের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারমূল্য ১.৬ শতাংশ বেড়ে যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews