ইয়ামালে ২০০ মিলিয়নের টোপ পিএসজির 

বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমার জুনিয়রকে কিনেছিল পিএসজি। এখনও যা দলবদলের বাজারে সর্বোচ্চ দামে কাউকে কেনার রেকর্ড। এরপর বার্সা থেকে উসমান ডেম্বেলেকে নিয়ে গেছে প্যারিসের দলটি। 

এবার বার্সার নতুন দিনের ভরসা ১৬ বছরের লামিন ইয়ামালে চোখ পড়েছে পিএসজি। তরুণ এই স্প্যানিশ ফুটবলারকে দলে নিতে চায় কাতারি অর্থে চলা দলটি। সেজন্য বার্সাকে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পর্যন্ত দিতে প্রস্তুত পিএসজি বোর্ড। 

সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান এমনটাই দাবি করেছে। তারা জানিয়েছে- পিএসজি ব্লকবাস্টার এই প্রস্তাব বার্সাকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 

গত মৌসুমে পিএসজিতে এমবাপ্পের সঙ্গে মেসি-নেইমার ছিলেন। তারা দু’জনই ক্লাব ছেড়েছেন। আগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পে প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে খবর। তিনি পিএসজি ছাড়লে তারকাশূন্য হবে ক্লাবটি। 

ওই জায়গা পূরণে লামিন ইয়ামালকে পিএসজি দলে নিতে চায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। শুধু ইয়ামাল নয় ভিক্টর ওসিমহেন, মার্কো রাশফোর্ড, ভিনিসিয়াস জুনিয়র, বেনার্ড সিলভা, ব্রুনো গিমারেজের মতো আরও অনেকে আছে পিএসজি ট্রান্সফার টার্গেটে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews