কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের উত্তরপাড়া এলাকায় পৈত্রিক জমি সংক্রান্ত্র বিরোধের জেরে সংঘর্ষের পর হাসপাতালে নেওয়ার পথে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ হোসেন।

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তার স্বামীর আপন ভাই মোহাম্মদ ইউনুস (প্রকাশ) হপ্পি ইউনুসের সাথে বিরোধ চলছিল। তার স্বামী মো. হোসেন স্থানীয়ভাবে সালিশে সমাধান না পেয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করেছিল। থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাড়ির সামনে দোকানে এসে ইউনুস (প্রকাশ) হপ্পি ইউনুস তার ছেলে ওসমানসহ ৮ -১০ জন দা, কিরিচ, লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করে। তার দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়িতে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সালিশ চলমান ছিল। মূলত ওই ঘটনার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয় মোহাম্মদ হোসেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মো. হোসেন নামে একজন নিহত হয়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews