রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল শুরু হয়েছে। যার ফলে অন্তত ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহকারী বরখাস্ত হয়েছেন। 

এ পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৌশলগত শিল্প মন্ত্রী ওলেক্সান্দ্র কামিশিনের পদত্যাগ, যিনি মূলত অস্ত্র উৎপাদনের দায়িত্বে ছিলেন। 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে ওলেক্সান্দ্র জানান, তিনি ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষেত্রে অন্য একটি ভূমিকা নেওয়ার প্রত্যাশা করছেন।

পদত্যাগকারী অন্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন- উপ-প্রধানমন্ত্রী ওলহা স্তেফানিশিনা, ন্যায়বিচার মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং পুনঃএকীকরণ মন্ত্রী। 

এছাড়াও ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভালও পদত্যাগ করেছেন।

বড় ধরনের এ রাজনৈতিক পরিবর্তনের ফলে ইউক্রেনীয় মন্ত্রিসভার প্রায় এক-তৃতীয়াংশ পদ এখন শূন্য।

২০১৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহেই অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি একটি বড় ধরনের মন্ত্রিসভার পুনর্গঠন পরিকল্পনা করছেন। প্রেসিডেন্টের নিয়মিত সান্ধ্য ভাষণে তিনি এ পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: মেহের নিউজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews