বিতর্কিত ইউটিউব চ্যানেল ‘প্র্যাঙ্ক কিং’-এর প্রতিষ্ঠাতা ও মালিক আর্থিক সজীব ও অভিনেত্রী শায়লা সাথীর বিরুদ্ধে ওঠা অনৈতিক ও পেশাগত অনিয়মের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বয়ে গেছে। আগেও এ বিষয়ে মুখ খুলেছেন চ্যানেলের কয়েকজন সাবেক সদস্য। এবার সেই বিতর্কে সরাসরি মুখ খুললেন ‘প্র্যাঙ্ক কিং’ টিমের বর্তমান সদস্য ও অভিনেত্রী আরোহী মিম। তিনি বলেন, ‘সাথী এই টিমে পলিটিক্স করতেছে। সাথীর জন্য টিমের অনেক সদস্য সমস্যার সম্মুখীন হয়েছে এবং হচ্ছে, এগুলো সম্পূর্ণ সত্য। আমি সাথীর পলিটিক্সের শিকার।’ তিনি বলেন, ‘সাথী ওর মতো কাজ করছে আর আমি আমার মতো করে কাজ করছি। আমি ওর জায়গা কেন নেব বা ও আমার জায়গা কেন নিতে আসবে? দোষ করে সাথী, আবার পাবলিকের কাছে স্ট্যাটাস দিয়ে ভিকটিম সাজে সিমপ্যাথি পাওয়ার জন্য। সাথী হচ্ছে এমন একটা মানুষ। বাংলাদেশের কিছু অডিয়েন্স বোকা, কিছু চালাক। সাথীর অডিয়েন্স বোকা। সাথী ফেসবুকে যা লেখে, তার দর্শক সেটাই বিশ্বাস করে। সাথী নিজে সবার বিরুদ্ধে শত্রুতা করে এবং সবার পেছনে লাগে, সবার ক্ষতি করার চেষ্টা করে। আবার নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভিকটিম সাজে। কেউ ধারণাও করতে পারে না, সাথী কতটা বিপজ্জনক। ওর ভিতরের রূপ একেবারেই অন্যরকম। এটা দর্শক কখনো বুঝতে পারে না।’