অস্ট্রেলিয়া সিরিজে দেখা গেছে পুরোনো শাহিন শাহ আফ্রিদিকে। ৩ ম্যাচে ১২.৬২ গড়ে নিয়েছেন ৮ উইকেট। তাতে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১ নম্বরে ফিরেছেন এই পেসার।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর আজম। অর্থাৎ ওয়ানডেতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শীর্ষে এখন পাকিস্তানের ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ-সেরা হওয়া হারিস রউফ ১৪ ধাপ এগিয়েছেন, আছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১৩তম স্থানে। আফ্রিদি সর্বশেষ গত ওয়ানডে বিশ্বকাপের সময় বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। এখন তাঁর রেটিং পয়েন্ট ৬৯৬, যা ক্যারিয়ার সর্বোচ্চ।
২ নম্বরে থাকা রশিদ খানের সঙ্গে আফ্রিদির রেটিংয়ের পার্থক্য ৯। গত সপ্তাহে শীর্ষে থাকা স্পিনার কেশব মহারাজ দুই ধাপ নিচে নেমে গেছেন। তিনে তাঁর অবস্থান ৬৭৪ রেটিং পয়েন্টে। এক ধাপ নেমে ৪ নম্বরে আছেন কুলদীপ যাদব।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মোহাম্মদ নবী। ৪ ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আছেন ৪ নম্বরে।