ঢাকা: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উদ্যোগে তীব্র তাপদাহ পরিস্থিতিতে সর্বসাধারণের জন্য ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে একযোগে সুপেয় পানি সরবরাহ ও সচেতনতামূলক লিফলেট এবং কয়েকশ’ ছাতা বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (২৬ এপ্রিল) ফার্মগেট (আনন্দ সিনেমা হল সংলগ্ন) চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এরপর অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শেখ ফজলে শামস পরশ। সমাবেশ সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।  

যুবলীগের চেয়ারম্যান বলেন, যুবলীগ সর্বদা নিপীড়িত মানুষের স্বার্থে রাজনীতি করে। তাই আজ যখন তীব্র তাপদাহে সর্বসাধারণের কষ্ট হচ্ছে, তখন আমাদের যুবলীগের নেতা-কর্মীরা ঘরে বসে নেই। আমাদের নেত্রী সেই শিক্ষা দেয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের আপনাদের কাছে পাঠিয়েছেন সুপেয় পানি দিয়ে তৃষ্ণা মেটাবার জন্য। আপনাদের কষ্ট লাঘব করার জন্য।

এ সময় রাজধানীর অন্য যে-সব জায়গায় যুবলীগের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, সেগুলো হলো- ঢাকা মহানগর উত্তরের গাবতলী, শ্যামলী, মোহাম্মদপুর (টাউন হল), ফার্মগেট, মহাখালী, বনানী (আতাতুর্ক অ্যাভিনিউ), গুলশান-১, গুলশান-২, পল্লবী, উত্তরা (রাজলক্ষ্মী), বাড্ডা (লিংক রোড), ভাটারা (নতুন বাজার), রামপুরা, মিরপুর-১, মিরপুর-১০, তেজগাঁও (ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে), ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি-৩২, ধানমন্ডি-৩/এ, কামরাঙ্গীরচর, নিউ মার্কেট, শাহবাগ, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, যাত্রাবাড়ী মোড়, ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট, মতিঝিল, পল্টন, কাকরাইল মসজিদ, তাঁতীবাজার মোড়, চকবাজার, কমলাপুর ও দৈনিক বাংলা মোড়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসকে/আরবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews