ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

রোববার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল।



কিন্তু পরীমনির মামলা আপিল বিভাগে স্থগিত আছে জানিয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদেশ দাখিল পর্যন্ত সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেছেন।

মামলার অপর দুই আসামি হলেন, পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য জানান।

২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর সেই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন পরীমনি।

২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। ওই বছর ৩১ আগস্ট মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।  একই বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর মামলাটি বিচারের জন্য বদলি হয়ে এই আদালতে আসে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
কেআই/এএটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews