চলছে ঈদের নাটকের প্রস্তুতি। ছবি: সংগৃহীত
এখন চলছে ঈদের নাটকের শেষ সময়ের প্রস্তুতি। সময় স্বল্পতার কারণে রোজার ঈদের চেয়ে কোরবানি ঈদে নাটকের সংখ্যাটা কম হলেও বিগত বছরের ধারাবাহিকতায় প্রতি ঈদেই নাটকের সংখ্যাটা বাড়ছেই। এটি যেমন টিভি নাটকের জন্য ইতিবাচক একটি বিষয় তেমনি সংখ্যা বাড়ার কারণে নাটকের নির্মাণ ও গল্পের মান নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে প্রায়ই। তবে এরমধ্যে ঈদে টিভি নাটক নিয়ে দর্শকদের একটি বাড়তি আগ্রহ থাকে।
ঈদের নাটকে নিয়েই এখন টিভি তারকাদের ব্যস্ততা। ঈদের সময় ঘনিয়ে আসছে। টেলিভিশনগুলোও তাদের ঈদের বিশেষ আয়োজন সাজানো শুরু করে দিয়েছে। অন্যদিকে নাটকের শুটিংও প্রায় শেষের দিকে। এই সময়ের জনপ্রিয় টিভি তারকাদের ব্যস্ততাটা আবার থাকে ঈদের আগের দিন পর্যন্ত। নাটকের সংখ্যা বৃদ্ধি ও দর্শকদের জনপ্রিয়তার জন্য ব্যস্ত থাকতে হয় এই জনপ্রিয় তারকাদের।
টেলিভিশন নাটকের ব্যস্ততার পাশাপাশি এখন যোগ হয়েছে ইউটিউব ও স্ট্রিমিং সাইট। মাধ্যম বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নাটকের সংখ্যাও। সেই ধারাবাহিকতা রয়েছে এবারও। অভিনয় শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় নির্মাতাদেরও টানা ব্যস্ত থাকতে হয় ঈদের আগের দিন পর্যন্ত।
গত কয়েক বছরে নাটকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আফরান নিশো ও মেহজাবীন। দুজন এককভাবে যেমন জনপ্রিয় তেমনি জুটি হিসেবে বেশ আলোচিত তারা। এবার ঈদের একাধিক নাটকে দেখা যাবে তাদের। নাগরিক টিভিতে ‘উইন অর লস’ শিরোনামে একটি নাটক প্রচার হবে এই জুটির। যেটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
রোমান্টিক চরিত্রের অভিনয়ের জন্য শুরুতে আলোচনায় আসেন নিশো। এরপর নিজের গতানুগতিক ইমেজ ভেঙ্গে ভিন্ন অনেক চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের ভিন্নতার ক্ষেত্রেও নিশোকে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। অন্যদিকে মেহজাবীনও তার রোমান্টিক ইমেজ ভেঙ্গে অনেক ধরণের চরিত্রে অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতাও ধরে রেখেছেন।

বড়পর্দা ও ছোটপর্দা, দুই জায়গাতেই নিয়মিত ব্যস্ত চঞ্চল চৌধুরী। এমন উদাহরণ কমই দেখা যায়। শুধু ঈদেই নয় সারাবছর নাটকেও ব্যস্ত থাকেন তিনি। এবার ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে চঞ্চলকে। এরমধ্যে অপি করিমের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ক্ষণিকের আলো’ শিরোনামে একটি নাটকে। নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। প্রথমবারের মত চঞ্চল ও অপি জুটি পর্দায় নিয়ে আসছেন এই নির্মাতা। বিশেষ দিবস ছাড়া নাটকে এখন দেখা যায় না অপি করিমকে। তাই তার নাটকে দেখার জন্য ভক্তদের বিশেষ দিবসের জন্যই অপেক্ষা করতে হয়। এবার ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন অপি।
আরও পড়ুন: জাতীয়করণে বাদ পড়া স্কুলশিক্ষকরা উদ্বিগ্ন
ঈদ নাটকের অন্যতম আকর্ষণ মোশাররফ করিম। যদিও তার নাটকের গল্প নিয়ে একঘেয়েমির সমালোচনা রয়েছে। নির্দিষ্ট গণ্ডিতেই যেন আটকে আছেন তিনি। তবুও দর্শকদের কাছে তার আগ্রহের কমতি এখনো নেই। এবার ঈদেও সর্বোচ্চ নাটকের প্রচার তালিকায় রয়েছেন তিনি। এই সময়ের অনেকে তরুণ তারকার সাথে নিয়মিতই কাজ করেন মোশাররফ করিম। এবারও তার সাথে ঈদের নাটকে অভিনয় করেছেন সাফা কবির। এই সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সাফা। তরুণদের মধ্যে বেশ আলোচিতও তিনি। ‘ডিল ডান কালাচান’ শিরোনামের নাটকে দেখা যাবে তাদের। নাটকটি পরিচালনা করেছেন তপু খান। এছাড়াও প্রতিবারের মতো এবার ঈদের ব্যস্ততা তারকাদের মধ্যে রয়েছে অপূর্ব, সজল, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারি মম, শবনম ফারিয়া, জোভান, তৌসিফ, তানজিন তিশা প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচডি