পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাকে টেক্কা দিতে অক্ষম চীন বলে জানিয়ে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বলেছেন, পাহাড়ি এলাকায় চীনের লড়াই চালানোর প্রশিক্ষণ নেই। পূর্ব লাদাখ সীমান্তে যখন কড়া প্রহরায় ভারতীয় সেনারা, তখন নিয়ন্ত্রণরেখা বরাবর সেনার অবস্থান বদলে ফেলেছে চীন। 

গতকাল বুধবার তিনি এ কথা বলেন। বিপিন রাওয়াত আরও বলেন, ‘চীনা সেনারা সমতল থেকে আসেন। খুব অল্প সময়ের জন্যে তাদের পাহাড়ে মোতায়েন করা হয়। এরপর আবার তাদের বদলে দেওয়া হয়।’ নিয়ন্ত্রণ রেখায় বারবার লালফৌজের অবস্থান বদলের উপরেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চীনের উপর আন্তর্জাতিক প্রভাব তৈরি করার প্রশ্নে, দ্বিপাক্ষিক বাণিজ্যনীতিতে রদবদল এনে চাপে ফেলার প্রশ্নে অথবা সামরিক এবং অর্থনৈতিক প্রভাব তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ করে বেইজিংকে এখনো পিছু হটাতে পারেনি মোদি সরকার। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও নিউজ এইটটিন।

বিডি-প্রতিদিন/শফিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews