বিশ্বজুড়ে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি বিটিএস ফিরেছে। ফিরেই দলটির সদস্যরা একত্র হয়ে ঘোষণা দিলেন, নতুন অ্যালবাম প্রকাশের। ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পাবে বিটিএসের নতুন অ্যালবাম। একই সময়ে সংগীত সফর শুরু করবে জনপ্রিয় এই কে-পপ ব্যান্ড। গত মঙ্গলবার ওয়েভার্সে লাইভে এসে এই ঘোষণা দেন বিটিএসের সদস্যরা।
লাইভটি দেখেছেন ৭০ লাখের বেশি ভক্ত। বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা জানিয়েছেন, চলতি মাস থেকে নতুন গানের কাজ শুরু হচ্ছে। আর এম বলেন, জুলাই থেকে আমরা ৭ জন নতুন গান ও কনসার্টের প্রস্তুতি নিয়ে নিয়মিত বসব। যেহেতু এটা আমাদের ব্যান্ডের অ্যালবাম, তাই ব্যান্ডের প্রতি সদস্যের চিন্তাভাবনা প্রতিফলিত হবে গানগুলোতে। যে লক্ষ্য নিয়ে বিটিএসের যাত্রা শুরু হয়েছিল, নতুন অ্যালবামে আমরা সেই শিকড়ে ফিরে যাচ্ছি।
জানা গেছে, অ্যালবামটির প্রকাশ উপলক্ষে সংগীত সফর শুরু করবে দলটি। জাংকুক বলেন, নতুন অ্যালবাম প্রকাশের পর আমরা একটি ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনা করছি। বিশ্বের বিভিন্ন শহরে পারফর্ম করব আমরা। দয়া করে সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন। উল্লেখ্য, প্রায় তিন বছর বন্ধ ছিল বিটিএসের কার্যক্রম। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন সবাই।
২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ দেখা গিয়েছিল বিটিএসের পারফরম্যান্স। সেখানে বিটিএস সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে এসে চমৎকার সব গান উপহার দেবেন। কথা রেখেছে বিটিএস। ফিরেই নতুন গান নিয়ে কাজ শুরু করেছে ব্যান্ডটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews