২৮৬ রানের বিশাল লক্ষ্য। জয়ের জন্য দারুণ কিছু করতে হতো ওপেনারদের। সেই উদ্দেশ্যে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তানজিদ তামিম ও পারভেজ ইমন।
তবে শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। তৃতীয় ওভারের শেষ বলে ভাঙে উদ্বোধনী জুটি। দারুণ ছন্দে থাকা তানজিদ তামিমকে ফেরান আভিষ্কা ফার্নান্দো। ১৩ বলে ১৭ রান করে বোল্ড হোন তিনি।
তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্তও। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তাকেও বোল্ড করে ফেরান দুশমান্ত চামিরা। স্কোর তখন ২০/২।
বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে ৬ ওভার শেষে ২ উইকেটে ৩৩ রান। পারভেজ ইমন ১৮ বলে ১১ ও তাওহীদ হৃদয় ব্যাট করছেন ৪ রানে। জয়ের জন্য এখনো চাই ২৬৫ বলে ২৫৩ রান
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে স্কোর ১-১। ফলে আজ মঙ্গলবার পাল্লাকেলের ম্যাচটা রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যেখানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকেরা।
যেখানে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ২৮৫ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।