সব দেশকে জেনেভা কনভেনশন মেনে রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে এবং যাতে আন্তর্জাতিক মানবিক আইনের সর্বজনীন ও সঠিক প্রয়োগ নিশ্চিত করা যায়। মঙ্গলবার জেনেভা ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছেন সু এ আহ্বান জানিয়েছেন।
২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের ৩৪তম আন্তর্জাতিক সম্মেলনে বর্তমান বিশ্বব্যাপী মানবিক পরিস্থিতি প্রসঙ্গে ছেন বলেন, সব পক্ষকে সত্যিকারের বহুপক্ষবাদকে সমর্থন করতে হবে এবং মানবতার জন্য বিশ্ব শান্তি ও অগ্রগতির কারণকে যৌথভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য একটি তাৎক্ষণিক এবং স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি সংশ্লিষ্ট পক্ষের ওপর প্রভাবশালী প্রধান শক্তিগুলোকে একটি গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বলেন, সামরিক অভিযানে বেসামরিক ব্যক্তি এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। মানবিক সংস্থা এবং তাদের কর্মীদের সুরক্ষার জন্য সংঘাতপূর্ণ অঞ্চলে নিরাপদ প্রস্থান নিশ্চিত করা উচিত।
সূত্র: সিজিটিএন