প্রেস্টন নর্থ এন্ড এ সময়ের ফুটবলে পরিচিত কোনো নাম নয়। ১৯৬০–৬১ মৌসুমের পর দলটিকে আর কখনো ইংল্যান্ডের শীর্ষ লিগে দেখা যায়নি। তবু চলতি মৌসুমে বারবার ফিরে আসছে প্রেস্টন নর্থ এন্ডের নাম। নামটি নতুন করে মনে করিয়ে দিয়েছে মূলত কদিন আগে জার্মান বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করে ইতিহাস গড়া বায়ার লেভারকুসেন। প্রশ্ন হচ্ছে, কীভাবে?

উত্তর পেতে ফিরে যেতে হবে ১৮৮৮–৮৯ মৌসুমে। সেবার ইংলিশ লিগে ২২ ম্যাচের সব কটিতে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল প্রেস্টন। একইভাবে এফএ কাপেও সেবার অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ফুটবলে এখন পর্যন্ত প্রেস্টন একমাত্র দল, যারা একাধিক প্রতিযোগিতায় কোনো ম্যাচ না হেরে মৌসুম শেষ করেছিল। পরবর্তী সময়ে একাধিক প্রতিযোগিতায় প্রেস্টনের কাছাকাছি যেতে পেরেছিল মিসরের ক্লাব আল আহলি ও মালয়েশিয়ান ক্লাব জোহোর দারুল তা’জিম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews