সংগঠনটির আইনজীবী মার্টজে ডি গ্রাফ বলেন, যদি কোনো পদ্ধতি সঠিক ও স্বচ্ছ ফলাফল দিতে না পারে, তবে তা কোনো ব্যক্তির তথ্য উপস্থাপনের কাজে ব্যবহার করা যাবে না। প্রযুক্তিকে আইনি পদক্ষেপ অনুসরণ করতে হবে। এনওওয়াইবির প্রতিষ্ঠাতা ম্যাক্স শ্রেমসের জন্মতারিখ সম্পর্কে চ্যাটজিপিটি বারবার ভুল তথ্য জানাচ্ছে। উত্তর সংশোধন করার পাশাপাশি ভুল তথ্য মুছে ফেলার অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করেছে ওপেনএআই। ইউরোপীয় ইউনিয়নের আইন লঙ্ঘন করে শ্রেমসের ব্যক্তিগত তথ্য কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করছে, তা-ও জানায়নি প্রতিষ্ঠানটি। এ সমস্যা সমাধানে অস্ট্রিয়ার ডেটা সুরক্ষা কর্তৃপক্ষকে চ্যাটজিপিটির বিরুদ্ধে তদন্ত করতে অনুরোধ করা হয়েছে। শুধু তাই– নয়, আইন ভঙ্গের কারণে ওপেনএআইকে জরিমানা করারও অনুরোধ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের কাছে।

সূত্র: এএফপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews