সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ





০৮:৫৮ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার











নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘‘অনেকেই প্রশ্ন করে আমি কেন কনফারেন্সে যাই না। আমি সংসদ সদস্য হতে পারি, কিন্তু আমি প্রথমেই বিশ্বাস করি দলের দ্বারা এমপি মন্ত্রী পরিচালিত হবে। এমপি মন্ত্রীর দ্বারা দল পরিচালিত হতে পারে না। কারণ এই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছেন তারা হচ্ছেন আপনাদের মতো সাধারণ নেতা কর্মী। শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি আল্লাহ বাব্বুল আলামিন যার উপর ভরসা করে উনি বাংলাদেশের জন্য কাজ করছেন। আর আপনাদের মতো নেতা কর্মীদের উপর ভরসা করছেন। আওয়ামী লীগের যারা ত্যাগী নেতা কর্মী, তারা ভালোবাসা চান, সম্মান চান। আরেকটা জিনিস চান সিএস আর এস পর্চা দেখে যেন তৃণমূলের নেতাকর্মীদের সম্মান দেয়া হয়। আমি কর্মী ছিলাম, কর্মী আছি, আমার যে চরিত্র আমি কোন দিন নেতা হতে পারবো না। আমি নেতা হতে চাইও না।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর ঈদগাহ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল।

শামীম ওসমান বলেন, ‘আমি একটা জিনিস-ই চাই, একটা দোয়া-ই করবেন, জাতির জনকের শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে কর্মী হিসেবে ইমানের সাথে যেন যেতে পারি। নেতা হওয়ার আর দরকার নেই। কারণ যখনই মানুষ নেতা হওয়া শুরু করে তখনই তার সামনের মানুষের সাথে গ্যাপ সৃষ্টি হয়ে যায়। রাজনীতি করতে এসেছি, এমপি মন্ত্রীগিরি করার জন্য না। ধান্ধা করার জন্য আসি নাই। রাজনীতি করতে এসেছি মানুষের সেবা করার জন্য এসেছি। আল্লাহ খুশি করার জন্য।’

তিনি বলেন, ‘আমরা এলাকার স্বার্থে সবাই মিলে কাজ করবো। কে কোন দল করি বড় কথা না। জাতির জনকের কন্যা শেখ হাসিনা তখন বলেছিলেন আলোর নিচে অন্ধকার। আমরা আশা করি আওয়ামী লীগের নেতৃত্বে এই আলোর নিচে অন্ধকার থাকবে না। আশা করি বাংলাদেশের মধ্যে একটি সুন্দর শহরে পরিণত হবে এই আলীরটেক। অনেক যোগ্য লোক আছেন এখানে, কিন্তু হবে দুইজন। কিছু কিছু পত্রিকার এটা ভালো লাগে না। কি ব্যাপার আওয়ামী লীগের কনফারেন্স হইতেছে, মারামারি হয় না কেন? ঘুষাঘুষি হয় না কেন। আওয়ামী লীগ তো বিএনপি না যে ঘুষাঘুষি করবে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটি পরিবার। এখানে কেউ বড় না কেউ ছোট না। যে পরিবারে সবাই মিলে আলোচনা করে শান্তি বজায় রাখতে পারে, সে পরিবার হচ্ছে শান্তির পরিবার। আমাদের পরিবারের অভিভাবক হচ্ছেন আব্দুল হাই ভাই। আশা করি সবাই মিলে একটি সুন্দর কনফারেন্স হবে। সম্মেলন মানেই নেতৃত্ব সৃষ্টি হওয়া। আমরা সবাই মিলে কাজ করবো।’

শামীম ওসমান বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, সামনে জাতির জনকের কন্যা যে চ্যালেঞ্জ নিয়েছেন, সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করা। একটা জিনিস দুই হাত ধরে ভিক্ষা চাই। একদম ভিক্ষা চাই, আমি যদি মরে যাই কিছু হবে না। মারা গিয়েছিলাম, আল্লাহ বাচিয়ে রেখেছে। নিজে বাঁচি মরি কোন বিষয় না। সামনে একটা বড় চ্যালেঞ্জ। আপনারা কল্পনাও করতে পারবেন না কি ধরনের ষড়যন্ত্র সারাদেশে চলছে। এই ষড়যন্ত্রের বাইরে নারায়ণগঞ্জও নেই। নারায়ণগঞ্জে গতকাল থেকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এইজন্য আপনাদের অনুরোধ থাকবে, যে যেই ধর্ম করেন না কেন, মোনাজাতে শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আওয়ামী লীগের জন্য দোয়া করার দরকার নেই। শেখ হাসিনার কিছু হয়ে গেলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সংঘর্ষপূর্ণ খারাপ রাষ্ট্রে পরিণত হবে। যেখানে ঘরে ঘরে সংঘর্ষ হবে। তাই আপনার আমার জন্য, আগামী দিনের ভবিষ্যতের জন্য দোয়া করবেন। শেখ হাসিনার পাশে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের থাকাবস্থায় বাংলাদেশের এমন কোনো শক্তি নাই, শেখ হাসিনাকে দমিয়ে রাখবে। সেজন্য সবাই সচেতন থাকেন।’

নারায়ণগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, সহ সভাপতি খবির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আল মামুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, মীর সোহেল, দপ্তর সম্পাদক এম এ রাসেল, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews