তিনি লুট করেছেন। চেয়েছিলেন দেশে ফিরে হয়রানি ছাড়া ব্যবসা পরিচালনার। আবার লুটের টাকা ফেরতও দিতে চেয়েছিলেন। তবে আদালতের নির্দেশ, বিমান থেকে নামামাত্রই গ্রেপ্তার। এখন তিনিও আসবেন না। তবে গ্রেপ্তার–আতঙ্কে নয়, কারণ বলেছেন ‘জ্বর’, তাঁর ভাষায় যা করোনার লক্ষণ।

তিনি আর কেউ নন, আর্থিক খাতের বিপুল অর্থের সুবিধাভোগী আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার। রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে তিনি প্রতিষ্ঠান দখল করে লুট করেন। প্রতিষ্ঠানের শীর্ষ পদে থেকে এমন অপকর্মের ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল।

গত শুক্রবার রাতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কাল রোববার আদালতে বিষয়টি উপস্থাপন করবেন আর্থিক প্রতিষ্ঠানটির আইনজীবীরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews