তিন সংস্করণে আলাদা আলাদা খেলোয়াড়ের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই খেলোয়াড়ের ওপর নির্ভরতা কমাতে চায় তারা। মূলত ভবিষ্যতের কথা মাথায় রেখে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির জন্য বিকল্প খেলোয়াড় তৈরির কথা ভাবছেন বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার বর্তমান কমিটির চার বছরের মেয়াদ শেষ হওয়ার দিনে বিদায়ী সংবাদ সম্মেলনে নতুন চিন্তাধারার কথা বলেছেন নাজমুল। তিন সংস্করণে খেলোয়াড় বিশেষকরণের ব্যাপারটি নিয়ে কথা বলেছেন তিনি, ‘আগে বাংলাদেশ টিমের খেলা কম হতো, এখন খেলা বেশি হচ্ছে। তাই ফিটনেস হয়ে যাচ্ছে বড় ইস্যু। নিউজিল্যান্ডে খেলতে গিয়ে কতগুলো খেলোয়াড় চোটে পড়েছিলো। একটা সেট টিম যদি ধারাবাহিকভাবে খেলতে থাকে, বিশ্রাম না পায় তাহলে ভালো খেলা অসম্ভব। আলাদা দল হওয়া উচিত। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি যদি ভাগ না করি, ২০১৯ সাল থেকে আমরা সমস্যায় পড়বো। কারণ একই খেলোয়াড়দের দিয়ে কত খেলানো যায়।’

এছাড়া খেলোয়াড়দের সারা বছর অনুশীলনের মধ্যে রাখারও পরিকল্পনা নিয়েছে বিসিবি, ‘আমাদের একটা ফাঁক থেকে যাচ্ছে। সেগুলো কীভাবে ব্যবহার করা যায় ভাবছি। এখন দক্ষিণ আফ্রিকা থেকে যখন দল চলে আসবে, তখন কোচরা কী করবে? খেলা নেই, কোচরা সাধারণত ছুটিতে চলে যায়। পরের সিরিজ শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আসবে। এই সময়ে কী হবে? এই সময়ে ফাস্ট বোলিং ইউনিট যারা আছে, তাদের দিকে একটা বিশেষ নজর দেওয়া যায়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews