বর্তমানে বন্দি থাকা অর্ধেক জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে গাজার শাসকগোষ্ঠী হামাস- সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আলোচনায় জড়িত এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, চিঠিটি বর্তমানে কাতারের হাতে রয়েছে এবং চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্পকে তা হস্তান্তর করা হবে।

প্রতিবেদনে ইসরায়েলি চ্যানেল ১২ নিউজের খবরের বরাতে বলা হয়েছে, হামাস এখনও ওই চিঠিতে স্বাক্ষর করেনি, তবে কয়েক দিনের মধ্যে স্বাক্ষর করতে পারে।

এদিকে, কাতার জানিয়েছে- বর্তমানে তারা জিম্মি মুক্তির আলোচনার মধ্যস্থতা স্থগিত রেখেছে। এর কারণ, চলতি মাসের শুরুর দিকে দোহায় অবস্থানরত হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা।

গত জুলাইয়ে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রণীত নিউইয়র্ক ঘোষণায় এর ভিত্তি স্থাপন করা হয়। কাতার ও মিসরসহ আরব দেশগুলো এ ঘোষণায় সমর্থন জানায়। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তা প্রস্তাব আকারে গৃহীত হয়।

ঘোষণায় বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আমন্ত্রণে এবং জাতিসংঘের নীতিমালা অনুযায়ী ‘একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন/বাহিনী’ গঠনে দেশগুলো সমর্থন জানাচ্ছে। 

এতে আরও বলা হয়, এই মিশন পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এর মূল লক্ষ্য হবে-ফিলিস্তিনি বেসামরিক জনগণের সুরক্ষা দেওয়া, পিএ-এর কাছে ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা, ফিলিস্তিনি রাষ্ট্র ও তার নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা এবং ফিলিস্তিন ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা। সূত্র: ফক্স নিউজ, টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews