জীবনের প্রতিটি ধাপে যেমন প্রয়োজন আত্মবিশ্বাস, ঠিক তেমনি প্রয়োজন নিজেকে রক্ষা করার ক্ষমতা। সাঁতার শেখা তাই ভীষণ জরুরি। শুধু একটি স্কিল নয়, বরং এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। শুধু তাই নয়, সুস্থ শরীরের জন্য সাঁতার দুর্দান্ত ব্যায়াম।
ঢাকা রিজেন্সির সুইমিং পুলে এক্সপেরিয়েন্স ট্রেইনারের তত্ত্বাবধানে সুইমিং লার্নিং কোর্স করার সুযোগ থাকছে। ছোট-বড় সবার জন্যই এই সুইমিং কোর্স। কোর্সে ২১ হাজার টাকায় ১৪টি সেশন নেওয়া যাবেম সঙ্গে থাকছে ৩ দিনের ফ্রি ট্রায়াল।
এছাড়াও, হেলথ ক্লাবে শুরু করা হয়েছে অত্যাধুনিক ফিজিওথেরাপি সার্ভিস। দক্ষ ও সংবেদনশীল মন নিয়ে পরিচালিত এই সার্ভিসে মিলেছে আধুনিক ফিজিওথেরাপির কৌশল আর ব্যক্তিগত যত্নের সংমিশ্রণ। ইনজুরি রিকভারি, পেইন থেকে রিলিফ, কারেক্ট পশ্চার এবং ভারসাম্য ফিরিয়ে আনার জন্য এই থেরাপি সাহায্য করবে।