কোরিয়া কমিউনিকেশনস কমিশনের (কেসিসি) চেয়ারম্যান হান স্যাং-হাইউকের সঙ্গে ভিডিওকনফারেন্সে এমন মন্তব্য করেছেন গুগলের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট নিল মোহান।

কোভিড-১৯ বিষয়ে ভুয়া খবর এবং সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ‘হাই-প্রোফাইল’ ডিজিটাল যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ার কারণে ইউটিউবের কাছে এমন সহযোগিতার অনুরোধ জানিয়েছিলেন হান নিজেই। এরপরই পদক্ষেপ নিয়েছে গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি-- খবর আইএএনএস-এর।

চলতি বছর প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির কার্যক্রমকে নীবিড় পর্যবেক্ষণে রেখেছে দক্ষিণ কোরিয়া।

গত মাসে স্বেচ্ছায় দক্ষিণ কোরিয়ার গ্রাহকদের জন্য ইউটিউব প্রিমিয়াম সেবায় নিবন্ধনে সংস্কার এনেছে গুগল। গ্রাহকদের জন্য এই নিবন্ধন চর্চা ‘অন্যায্য’, কেসিসি এমন মন্তব্য করার পরপরই পদক্ষেপ নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

চলতি বছর মার্চ মাসে অ্যালফাবেট এবং গুগল প্রধান সুন্দার পিচাই বলেন, করোনাভাইরাস বিষয়ে বিপজ্জনক এবং বিভ্রান্তিকর হাজার হাজার ভিডিও ইউটিউব থেকে সরিয়েছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির মাধ্যমে এই কনটেন্টগুলো সরিয়েছে গুগল।

ব্লগ পোস্টে পিচাই বলেন, করোনাভাইরাস মহামারীকে পুঁজি করে লাভবান হওয়ার চেষ্টা করছিলো এমন হাজারো বিজ্ঞাপন সরিয়েছে গুগল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews