দীর্ঘদিন পর সিনেমায় প্লেব্যাক করলেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। কণ্ঠ দিয়েছেন ‘যন্ত্রণার আগুন’ নামে সিনেমার দুটি গানে। এর সঙ্গীত করেছেন বাবলুর রহমান। সিনেমাটি নির্মাণ করছেন পাতলা খান। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং স¤পন্ন হয়েছে। মনির খান বলেন, বেশ বিরতির পর অসাধারণ কথার গান গাইতে পেরে ভালো লাগছে। একসময় সিনেমায় প্রচুর গান করেছি। দিনরাত ব্যস্ততা থাকত। সিনেমার যে গানগুলোতে আমার কণ্ঠ প্রয়োজন, নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকছেন। সময় সুযোগ পেলে সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লেব্যাকে করছেন বেশি। শ্রোতা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।