পূবালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে আবেদন চলছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ১টি শূন্য পদে ১৫০ জনকে নিয়োগ দেবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা—

যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এর মধ্যে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। বর্তমানে ব্যাংকে অফিসার এবং সমমানের পদে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা—

পোশাক রপ্তানিতে ন্যূনতম ১ বছরের (ব্যাকওয়ার্ড এবং ফরোয়ার্ড লিংকেজ) অভিজ্ঞতা থাকতে হবে। তবে সিডিসিএস, সিএসডিজি, সিইটিএস, এআইবিবি অগ্রাধিকার পাবে। প্রার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ডেটা বিশ্লেষণের দক্ষতা থাকা দরকার।

বয়সসীমা—

আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশি নয়।

আরও পড়ুন

বেতন—

নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের নিয়ম অনুসারে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। সিনিয়র অফিসার পদে নিয়মিত স্কেল প্রদান করা হবে। এক বছরের অস্থায়ী মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীকে চাকরিতে স্থায়ী করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে অনলাইনের আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই, ২০২৫।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews