‘আমি ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শন করি। আমরা অনেক সভা করেছি বাফুফের বিভিন্ন ম্যানেজমেন্টের সঙ্গে। তারা নিজস্ব মতামত দিয়েছেন। আমিও নিজের মত ব্যক্ত করেছি। অনেক কিছুতেই তারা আমার সঙ্গে একমত। আবার কোনো কোনো ইস্যুতে ভিন্নমত রয়েছে। আমি ভিন্নমতের প্রতি শ্রদ্ধশীল’, কোচ ছাঁটাইয়ের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই সদস্যের ভিন্নমতের পরিপ্রেক্ষিতে বুধবার এমন কথা বললেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

গত ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ হারের পেছনে ফুটবলসংশ্লিষ্ট অনেকেই কাবরেরাকে দায়ী করেন। বাফুফে নির্বাহী সদস্য সাখওয়াত হোসেন ভূঁইয়া সরাসরি তার পদত্যাগ দাবি করেছিলেন। সম্প্রতি আরেক সদস্য ছাইদ হাছান কাননও সিঙ্গাপুর ম্যাচ কাবরেররা ভুলের সমালোচনা করেছেন। সেপ্টেম্বর উইন্ডোর জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু করেছে গত ১৩ আগস্ট।

এক সপ্তাহ পর কাল মিডিয়ার সামনে আসেন কাবরেরা। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালে স্বাগতিকদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচের জন্য প্রায় এক মাসের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে ক্লাবগুলো প্রাক মৌসুম অনুশীলন করার সুযোগ পাচ্ছে না। এদিকে জাতীয় দলের জন্য কিংস ১০ জন খেলোয়াড় ছাড়েনি। ফলে অনুশীলনে পূর্ণাঙ্গ রূপ পায়নি। ১৩ জনকে নিয়েই অনুশীলন চালিয়ে যাচ্ছেন কাবরেরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews