এর ফলে দারাজ থেকে ইগলুর বিভিন্ন ধরনের ২৫টি পণ্য পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে চিনিগুঁড়া চাল, চিনি, ব্র্যান অয়েল, ঝালমুড়ি, চকলেট মিল্ক, হট টমেটো সস, লাচ্ছা সেমাই প্রভৃতি। এছাড়াও ইগলুর ১০টি পণ্য শুধু দারাজ ওয়েবসাইটেই পাওয়া যাবে।

ঢাকার বনানীতে দারাজের কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দারাজ বাংলাদেশের হেড অব লাইফস্টাইল সায়ন এম আঞ্জির হোসেন ও ইগলু ফুডসের হেড অব বিজনেস অপারেশন শামিম আহমেদ চুক্তিপত্রে সই করেন।

সায়ন এম আঞ্জির হোসেন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “গ্রাহকদের সন্তুষ্টি এবং উন্নত সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। ইগলু ফুডসের সাথে চুক্তির ফলে দারাজ ওয়েবসাইটে (daraz.com.bd) এখন মানসম্মত স্ন্যাকস ও খাদ্যপণ্য আরও বেশি পাওয়া যাবে।”

অনুষ্ঠানে দারাজের হেড অব ক্যাটাগরি শিহাব উদ্দিন, ভেন্ডর ম্যানেজার রাশেদ মাহমুদ, আহমেদ মুনতাসির, ইগলু ফুডসের গ্রুপ বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার জোবাইর মাহমুদ ফাহিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews