মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা শেষ হচ্ছে আগামীকাল রোববার। গত শুক্রবার মেলা শেষ হওয়ার কথা ছিল। তবে নার্সারির মালিকদের অনুরোধে মেলার মেয়াদ তিন দিন বাড়ানো হয়। এবারের মেলায় গত বছরের তুলনায় কিছুটা কম চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের মতে, দেরিতে মেলা শুরু ও কিছু নির্দিষ্ট ক্রেতার অনুপস্থিতির কারণে বিক্রি খানিকটা কমেছে।
বন বিভাগের আয়োজনে প্রতিবছর বর্ষায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৃক্ষমেলার আয়োজন করা হয়। সাধারণত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে মেলা শুরু হয়। তবে এবার ঈদুল আজহার ছুটির কারণে মেলা কিছুটা পিছিয়ে ২৫ জুন থেকে মেলা শুরু হয়। এবার মেলার প্রতিপাদ্য ছিল ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’।