ইসলামী শরিয়তে ‘গোসল ফরজ’ হওয়া মানে এমন একটি শারীরিক ও আত্মিক অবস্থা, যেখানে শরীর পূর্ণরূপে পবিত্র না হওয়া পর্যন্ত কিছু ইবাদত ও ধর্মীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকে। ইসলামি আইনশাস্ত্রবিদগণ এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

গোসল ফরজ হওয়ার পর যে কাজগুলো নিষিদ্ধ:

১. নামাজ আদায় করা:
ফরজ, ওয়াজিব, সুন্নত কিংবা নফল—কোনো নামাজই গোসল না করে পড়া যাবে না। নামাজের জন্য পূর্ণ পবিত্রতা (তাহারাত) আবশ্যক।

২. কুরআন তিলাওয়াত করা:
গোসল ফরজ অবস্থায় মুখে কুরআন তিলাওয়াত করা নিষেধ। এমনকি আয়াত বা সূরা পাঠ করাও অবৈধ, যদিও মুখস্থ থাকে।

৩. কুরআন শরীফ স্পর্শ করা:
শরীর পবিত্র না থাকলে কুরআনের কোনো অংশ স্পর্শ করা হারাম। কেবল মুঠোফোন বা কম্পিউটারে দেখলে ভিন্ন অভিমত আছে।

কিছু বৈধ কাজ, তবে সতর্কতা প্রয়োজন: ইসলামি দৃষ্টিতে, গোসল ফরজ অবস্থায় সাধারণ প্রয়োজনীয় কাজ যেমন খাবার খাওয়া, পানি পান, কথাবার্তা বলা, চলাফেরা করা—এসব নিষিদ্ধ নয়। তবে এসব কাজ করার পূর্বে কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ রয়েছে। তবে সাধারণ কাজ যেমন খাওয়া, ঘুমানো, কথা বলা—এসব করা যাবে; শুধু সেক্ষেত্রে অন্তত ওজু করে নেওয়া বা গোপনাঙ্গ ধুয়ে নেওয়া সুন্নাত হিসেবে গ্রহণযোগ্য ও পুণ্যপ্রদ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews