ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে শেষ ষোলোয় মুখোমুখি হয়েছে বোতাফোগো ও পালমেইরাস।
শনিবার (২৮ জুন) ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে নকআউট পর্বের খেলায় নিজেদের দেশের ক্লাব বোতাফোগোকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পালমেইরাস।
খেলার মূল সময় পার হয়ে গেলেও কোনো গোলের দেখা পায়নি দুই দল। অতিরিক্ত সময়ের খেলার ১০০ মিনিটে পালমেইরাসের বদলি তারকা পলিনিও-এর পা থেকে আসে প্রথম গোল। ডান দিক থেকে বল নিয়ে দারুণ শটে বোতাফোগোর জালে বল পাঠান তিনি।
এর পর আর শত চেষ্টায়ও সমতায় ফিরতে পারেনি বোতাফোগো। অবশ্য পুরো খেলায় আর কেউই গোলের দেখা পায়নি। অবশেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পালমেইরাস। প্রায় দু’বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী বোতাফোগোর বিপক্ষে জয় তুলে নিয়েছে এই ব্রাজিলিয়ান ক্লাবটি।
পালমেইরাস কোচ আবেল ফেরেইরা বলেন, ‘আমরা একটি দারুণ ম্যাচ খেলেছি। পুরো সময়টা ধৈর্য ধরে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সময়ে একজন কম নিয়েও আমরা ভালো খেলেছি। এমন কষ্টের জয়টা আনন্দের, এটা আমাদের প্রাপ্য ছিল।’
খেলার শুরুটা ছিল অনেকটা ধীর গতির। পালমেইরাস বল দখলে রাখলেও বোতাফোগোর রক্ষণভাগ ভাঙতে পারেনি। প্রথমার্ধে একমাত্র অন-টার্গেট শটটি আসে রিচার্ড রিওসের কাছ থেকে, যা বোতাফোগোর গোলরক্ষক জন দারুণভাবে রক্ষা করেন। ফলে শুরুর দিকে কেউই গোলের দেখা পায়নি।
বোতাফোগো গ্রুপ পর্বে ইউরো চ্যাম্পিয়ন পিএসজিকে হারালেও এই খেলায় ছিল ছন্দহীন। দ্বিতীয়ার্ধের শুরুতে পালমেইরাস আক্রমণভাগকে আরো শক্তিশালী করে। টানা চেষ্টা করে ৫০ মিনিটের দিকে পালমেইরাসের এস্তেভাও গোলের দেখা পান। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এর পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন পলিনিওকে। শেষ পর্যন্ত তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান ক্লাবটি।
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে চেলসি। ফিলাডেলফিয়ায় শুক্রবার বাংলাদেশ সময় শনিবার রাত ১টার দিকে মুখোমুখি হবে দুইদল। তবে ওই ম্যাচে হলুদ কার্ডের কারণে চেলসির ময়েসেস কাইসেদো থাকছেন না।