‘পদ্মা নদী বাঁচলে রাজশাহী বাঁচবে, পরিবেশ দুষণ থেকে রাজশাহী রক্ষা পাবে’ এ শ্লোগান নিয়ে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির রাজশাহী জেলা কমিটি। কর্মসূচি থেকে পদ্মা নদী ছাড়াও রাজশাহী অঞ্চলের ছোট ছোট নদ-নদী, খাল-বিল, পুকুর, জলাশয় দখল ও দুষণ মুক্ত করারও দাবি জানানো হয়।
রাজশাহী বাপার সভাপতি জামাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর বেশীর ভাগ এখন দখল হয়ে গেছে। পদ্মার ভেতরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক স্থাপনা, ক্লাব, বিভিন্ন গোষ্ঠীর অফিস দোকান-পাট। গত এক দশকে রাজশাহী নগরীর অসংখ্য পুকুর-জলাশয় ভরাট করা হয়েছে। এখনো এসব ভরাট অব্যাহত রয়েছে। পুকুর ও নদী খেকোদের বিরুদ্ধে প্রমাণসহ প্রশাসনে বার বার আবেদন করা হলেও কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে রাতারাতি পুকুর-জলাশয় ও নদ-নদী দখলে চলে যাচ্ছে। এসব অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। অন্যথায় আগামীতে নদী ও পুকুর-জলাশয় দখলমুক্ত করে পরিবেশ উনśয়নে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সুভাষ চন্দ্র হেমব্রন, ডা. সেলিনা বেগম, কেএম জোবায়েদ হোসেন জিতু প্রমুখ উপস্থিত ছিলেন।