ব্যাটসম্যানদের প্রতি কোহলির আহ্বান

আসন্ন অস্ট্রেলিয়া সফরে চার টেস্ট সিরিজে ব্যাটসম্যানদের আরো বেশি দায়িত্ব নিতে আহ্বান জানালেন বিরাট কোহলি। তার দাবি দায়িত্ব নিলেই নিজেদের প্রমাণ করার কাজটা সহজ হবে। এ বছরের শুরুতে ইংল্যান্ড সফরে পুরো সিরিজে বোলিং আক্রমণ বিভাগ ভালো করলেও দলের ব্যাটসম্যানরা আশানুরূপ করতে পারেনি বলে স্বীকার করেন কোহলি।

ইংল্যান্ড সফরে পাঁচ টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে ভারতীয় দল। আর এই কারণে দলের খেলোয়াড়দের আরো বেশি ধারাবাহিক হতে বলেন অধিনায়ক। দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কোহলি বলেন, ‘মূলত ভালো বোলিং আক্রমণ বিভাগের কারণে এই মুহূর্তে আমরা সবাই ভালো অনুভব করছি। তবে ব্যাটসম্যানদের এগিয়ে আসতে হবে, যেমনটা ইংল্যান্ড সফরের পর থেকেই আমরা বলে আসছি। সত্যিই সবাই সে কাজটা করতে এবং ভালো পারফরমেন্সের জন্য মুখিয়ে আছে।’

তিনি আরো বলেন, ‘এই সফরে আমাদের ব্যাটসম্যানদের ভালো করতে হবে। কেননা আমাদের বোলাররা ভালো অবস্থায় আছে এবং তাদের করণীয়টা তারা বেশ ভালো জানে। দীর্ঘ সময় পর এবার মনে হচ্ছে প্রতি ম্যাচেই আমরা ২০ উইকেট নিতে সক্ষম।’

অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ খেলবে ভারত। কোহলি আরো বলেন, ‘এমন একটা বোলিং বিভাগ থাকায় সত্যিই খুব ভালো লাগছে। তবে কেবলমাত্র একটা টেস্ট নয়, পুরো সিরিজ জিতে খুশি হতে আমাদের পুরো দলকে আরো কঠিনভাবে দায়িত্ব পালন করতে হবে।’

সংবাদ সম্মেলনে অধিনায়ক কোহলি কোচ শাস্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা যখন এই দলটাকে তৈরি করা শুরু করেছিলাম, তখন রবি ভাই সবার মনে এই আত্মবিশ্বাসটা এনে দিয়েছিলেন যে, ওরা এই দলে খেলার যোগ্য। ২০১৪ সালের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের সেই ব্যর্থতার পরে আমরা সবাই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। সেখান থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। তারপর ২০১৫ সালে বিশ্বকাপে শিখর ধাওয়ানের ফর্ম ফিরে পাওয়া। আসলে রবি ভাই জানেন, কীভাবে একজন ক্রিকেটারের কাছ থেকে সেরা খেলাটা বের করে আনা যায়।’

ক্রিকেট ‘ম্যান ম্যানেজমেন্ট’টা গুরুত্বপূর্ণ। আর সে কাজটা শাস্ত্রী দারুণভাবেই করেন বলে জানান কোহলি।

তিনি বলেন, ‘এই পর্যায়ের ক্রিকেটে ম্যান ম্যানেজমেন্টই আসল। আর সেই কাজটা রবি ভাই দারুণ করে। একটা দলের মধ্যে অনেক ব্যক্তিগত ব্যাপার থাকে। যেসব ব্যাপার জানানোর দরকার, সেসব জানানো হবে। কিন্তু আমরা কোনো ব্যানার তুলে ধরে বলব না, ভারতীয় দলে এই কাজ হচ্ছে। যতদিন পর্যন্ত আমরা মানসিকভাবে স্বচ্ছ থাকব, আমাদের লক্ষ্য পরিষ্কার থাকবে, ততদিন আমরা ঠিক দিকেই এগিয়ে যাব।’

ইত্তেফাক/আরকেজি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews