এ ঘটনায় ব্যাপক সমালোচনা ও তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পুলিশ। অনেকে বলছেন, এ ঘটনা ২০২০ সালে মিনেয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। ফ্লয়েডের হত্যাকাণ্ডে তখন বিশ্বজুড়ে শোরগোল পড়েছিল। এরপরও কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশের  নির্যাতন কমেনি।

অভিযুক্ত পুলিশ সদস্যের শরীরে বসানো ক্যামেরায় এ নির্যাতনের ঘটনাটি রেকর্ড হয়েছে। পরে সমালোচনার মুখে ক্যানটন পুলিশ বিভাগ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। নিহত ব্যক্তির নাম ফ্রাঙ্ক টাইসন (৫৩)। ১৮ এপ্রিলের এক সড়ক দুর্ঘটনায় সন্দেহভাজন ছিলেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews