লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এম এয়াকুব আলী বলেছেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, দেশে জাতীয় সংসদ নির্বাচন জরুরি হয়ে পড়েছে। নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন ঠিকমত কাজ করছে না। যার ফলে দেশে খুন সন্ত্রাস ছিনতাই চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হলে দেশে অনেকটা শান্তি ফিরে আসবে। সংসদ ছাড়া আইন প্রণয়ন সংস্কার বিষয়ক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্বান্ত নেয়া যায় না। ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
গত রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ এয়াকুব ট্রেড সেন্টারে পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভায় এলডিপি নেতা এসব কথা বলেন। এসময় ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সাথে ঐক্যবদ্ধ সমমনা দলগুলোর মধ্যে এলডিপি অন্যতম। এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচনে গুরুত্বপূর্ণ যে কয়েকটি আসন চাইবে তার মধ্যে পটিয়া একটি। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এম এয়াকুব আলী জোটের প্রার্থী তালিকায় রয়েছেন বলে জানান। তিনি ফ্যাসিবাদ স্বৈরাচারকে চিরতরে উৎখাত করার জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলডিপির পটিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ মনসুর আলম, গণতান্ত্রিক যুবদল জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, এলডিপির পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পটিয়া পৌরসভার যুগ্ন আহবায়ক ডা. রিদুয়ান আজাদ চৌধুরী, পৌরসভার যুগ্ন আহবায়ক গাজী আমীর হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, পটিয়া উপজেলার যুগ্ন সম্পাদক নাদেরুজ্জামান প্রমুখ।