ট্রফি ধরে রাখতে সকালে মাঠে নামছে টাইগ্রেসরা

ফাইল ছবি

শনিবার (১ অক্টোবর) মাঠে গড়াতে যাচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই গড়াবে বাংলাদেশের মাটিতে।

সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং থাইল্যান্ডের নারীরা।

এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। থাই নারীদের বিপক্ষে সেই শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ সময় সকাল ৯টায় মাঠে নামবে টাইগ্রেসরা।

এবারের আসরটি সম্পূর্ণ রুপে আয়োজিত হচ্ছে বাংলাদেশের সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এবারের টুর্নামেন্টটি ঘিরে বড় সুখবর পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান নারীদের এই শিরোপা যুদ্ধ স্টেডিয়ামে বিনা খরচে দেখতে পারবেন সব দর্শক। এই ইভেন্টের কোনো ম্যাচ দেখতে দর্শকদের কোনো টিকিটই কিনতে হবে না। বিনা টিকিটে দেখা যাবে এবারের নারী এশিয়া কাপ। পাশাপাশি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টসের পর্দায়ও।

ইতোমধ্যে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরে দলগুলো সিলেটের রোজ ভিউ এবং গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছে।

২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ছয়বারের শিরোপা জেতা ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সালমারা।

আগামী ৩, ৬, ৮, ১০ ও ১১ অক্টোবর স্বাগতিক বাংলাদেশ দল লড়বে যথাক্রমে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও মালয়েশিয়ার বিপক্ষে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews