ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করে ভারতীয় উচ্চারণ ভঙ্গিতে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আফগানিস্তানের সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত ইস্যু নিয়ে মোদির সাথে কথা বলতে গিয়ে মোদির ভঙ্গিতেই কথা বলেন ট্রাম্প৷

মার্কিন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপচারিতার সময় মোদির অনুকরণে ভারতীয় উচ্চারণ ভঙ্গিতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট৷ রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প ও মোদির কথোপকথন প্রমাণ করে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র কী করছে, তার উপর নজর রাখছে পুরো বিশ্ব৷ 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নকল করা নিয়ে বহুবার সমালোচিত হয়েছিলেন৷ সমালোচিত হয়েছিলেন বর্ণবিদ্বেষের জন্যও৷ পুয়ের্তো রিকোর উচ্চারণ ভঙ্গিতে তিনি কথা বলেছিলেন হুরিক্যান মারিনার সঙ্গে৷ গত বছর জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউজে নিমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ট্রাম্প প্রশাসনে সেটি ছিল প্রথম কোন বিদেশি মন্ত্রীকে আমন্ত্রণ৷ হোয়াইট হাইজে সাংবাদিকদের তিনি জানান, ২০১৪ সালে ট্রাম্প যখন ভারতে এসেছিলেন, মোদী তখন তার সম্পর্কে খুব উষ্ণ মন্তব্য করেছিলেন এবং তাকে পর্যবেক্ষণ করেছিলেন৷ তবে ট্রাম্পের সঙ্গে মোদির শেষ দেখা হয় নভেম্বরে, ফিলিপিন্সের আসিয়ান সামিটে।

বিডি প্রতিদিন/এ মজুমদার



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews