কিন্তু সিলেট টেস্টেও লিটন নির্বাচকদের আশা খুব একটা পূরণ করতে পারলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে তাঁর অবিবেচকের মতো শট খেলে আউট হওয়া সেই আলোচনাটাই ফিরিয়ে আনল। তবে কি সাদা বলের চাপটা গত বছর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টের ফিফটি (৬৬*) করা লিটন লাল বলেও টেনে আনছেন? সংস্করণ ভিন্ন হলেও লিটন মানুষ তো একজনই!

‘লিটনের চাপ’ বিষয়ে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের সূত্র অবশ্য সম্পূর্ণই ভিন্ন। তিনি মনে করেন এই চাপ আসছে বাইরে থেকে। চন্ডিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে চট্টগ্রাম টেস্টে প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ সহকারী কোচ আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলন শেষে কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। ‘লিটনের চাপ’ প্রসঙ্গ এল সেখানেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews