শেষ ওভারে এসে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৯ রানে হেরে গেছে পাঞ্জাব কিংস। সাত ম্যাচে এটি পঞ্চম হার পাঞ্জাবের, সমান ম্যাচে মুম্বাইয়ের তৃতীয় জয়।

মুল্লানপুরে টস জিতে মুম্বাইকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। সূর্যকুমারের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ১৯২ রানের সংগ্রহ গড়ে মুম্বাই। সূর্য ৫৩ বলে ৭ চার আর ৩ ছক্কায় করেন ৭৮ রান। রোহিত ২৫ বলে ৩৬ আর তিলক ভার্মার ব্যাট থেকে আসে ১৮ বলে দুটি করে চার-ছক্কায় ৩৪ রান।
হর্শল প্যাটেল ৩টি আর স্যাম কারান নেন ২টি উইকেট।

জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর দলকে কিছুটা পথ এগিয়ে দেন শশাঙ্ক সিং। ২৫ বলে তিনি করেন ৪১। এরপর বলতে গেলে একাই জেতানোর চেষ্টা করেন আশুতোষ। শেষ তিন ওভারে পাঞ্জাবের দরকার ছিল ২৫ রান। ৩ উইকেট হাতে। ক্রিজে ছিলেন ২৭ বলে ৬১ রান নিয়ে আশুতোষ। কিন্তু ১৮তম ওভারের প্রথম বলেই তাকে তুলে নেন কোয়েটজি। ২ চার, ৭ ছক্কা হাঁকানো আশুতোষ ফেরার পরই শেষ আশা শেষ হয়ে যায় পাঞ্জাবের।

শেষ ওভারে দরকার ছিল ১২। ওভারের প্রথম বলেই শেষ উইকেটটি হারিয়ে ইনিংসের পাঁচ বল বাকি থাকতে পাঞ্জাব অলআউট হয় ১৮৩ রানে।

বিডি প্রতিদিন/হিমেল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews