আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন– এই এক বছরে হোটেল ব্যবসা থেকে কোম্পানিটি ২৯৩ কোটি টাকা আয় করেছে। তার আগের অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছিল ১৯০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে হোটেল ব্যবসা থেকে ইউনিকের আয় ১০০ কোটি টাকার বেশি বেড়েছে। তবে কোম্পানিটির মুনাফায় বড় উত্থান হয়েছে মূলত ইউনিক মেঘনাঘাটের বিদ্যুৎকেন্দ্রের শেয়ার বিক্রি থেকে পাওয়া প্রায় ১১৩ কোটি টাকার মুনাফার বদৌলতে।

কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটি কর–পরবর্তী মুনাফা করেছে প্রায় ১৯৩ কোটি টাকা। আগের বছর মুনাফার পরিমাণ ছিল ১০০ কোটি টাকা। মুনাফা বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়ায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসও দ্বিগুণ হয়ে গেছে। ২০২২–২৩ অর্থবছর শেষে এটির ইপিএস বেড়ে হয়েছে ৬ টাকা ৪২ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৩৪ পয়সা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews