ঢাকা: চলমান করোনা সংকট দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

শনিবার (১ আগস্ট) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

আমু বলেন, ঈদুল আজহা উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এদিনে মহান আল্লাহর কাজে কায়মনোবাক্যে প্রার্থনা করি করোনা ভাইরাস মহামারি থেকে মানুষ যেন দ্রুত রক্ষা পায়। তিনি যেন দ্রুত এ সংকট থেকে উত্তরণ ঘটিয়ে আলোকিত জীবনে ফিরিয়ে আনেন। যারা অসুস্থ আছেন আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।  

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, বানভাসি মানুষরা যেন সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার শক্তি পায়। সেসঙ্গে আমি আমার নির্বাচনী এলাকা ঝালকাঠির মানুষদের ঈদের শুভেচ্ছা জানাই। এবারের ঈদে আমি সেখানে যেতে না পারায় দুঃখ প্রকাশ করছি। আপনারা নিশ্চয়ই জানেন আমি কেন যেতে পারলাম না। তবে আপনাদের সঙ্গে আমার তো সবসময় যোগাযোগ রয়েছে। সবার সুস্থতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
এসকে/আরবি/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews