ডামি নির্বাচন করে আওয়ামী লীগ সরকারকে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) পাকাপোক্ত রেখেছিল বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনরোষ থেকে বাঁচতে এই কমিশনের অবিলম্বে পদত্যাগ করা উচিত। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি বন্যাদুর্গতদের মাঝে এ পর্যন্ত ১৩ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে বলেও তিনি জানান।

ডা. জাহিদ বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে তিনটি নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশনও কলঙ্কিত নির্বাচন করেছে। যারা ৭ জানুয়ারি ‘আমি আর ডামি’র নির্বাচন করেছে, যারা এক সময় দিনের ভোট রাতে করেছে, যারা এক সময়ে বিনা ভোটে এমপি উপহার দিয়েছে এই তিনটি নির্বাচন কমিশন আমরা একরকমই দেখেছি।

শেখ হাসিনার শাসনামলে গঠিত নির্বাচন কমিশন তাদের তল্পিবাহক ছিল। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হলেও এখনো তারা নির্লজ্জের মতো বসে আছে। এই নির্বাচন কমিশনকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
ডা. জাহিদ বলেন, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা এখনো দুদকে বসে আছে। দুদকে নিজস্ব লোক বসিয়ে ওই সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। স্বৈরশাসকদের সব অন্যায় সামনে আনার জন্য দুদক পুনর্গঠন করতে হবে। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের বাদ দিয়ে দুদক পুনর্গঠন করতে হবে।

সুবিধাভোগীদের ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। ১৮ লাখ কোটি টাকা বলেন আর ১৫ লাখ কোটি টাকা বলেন পাচারকৃত এই অর্থ ফেরত আনতে হলে, ব্যাংক লুটের অর্থ ফিরিয়ে আনতে হলে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন দরকার। নির্মোহভাবে যারা দায়িত্ব পালন করবেন।

ডা. জাহিদ বলেন, বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে এ পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি ত্রাণ বিতরণ করা হয়েছে। আরও ২ দিন বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হবে, তারপর শুরু হবে তাদের পুনর্বাসন কার্যক্রম। তাদের বাড়িঘর নির্মাণে দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। তারা যাতে ঘরবাড়ি মেরামত, গবাদিপশু পালন ও কৃষিকাজ করতে পারে সে ব্যাপারেও সহযোগিতা করা হবে।

এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, সুবিধাভোগী ও নৈতিকভাবে দুর্বল লোকদের কাছ থেকে বিএনপি ত্রাণ সহায়তা গ্রহণ করছে না। দুই-একটি জায়গায় একটু ভুল হয়েছিল, আমরা তাদের সেই ত্রাণ সহায়তা ফিরিয়ে দিয়েছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
ক্ষমা নয়, অপরাধীদের বিচার করতে হবে- রিজভী ॥ ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যারা গুলি করে মানুষ হত্যা করেছে, সেসব খুনিকে ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর পিতার হাতে আর্থিক
অনুদান তুলে দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমিরের বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, তিনি বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন? তিনি বলেন, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে। তবে আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ডা. মনোয়ারুল কাদির বিটু, ডা. জাহিদুল কবির, মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।
ক্রান্তিকাল মোকাবিলায় সব দলকে এগিয়ে আসতে হবে- দুদু ॥ দেশে এখন ক্রান্তিকাল চলছে উল্লেখ করে এ অবস্থার অবসানে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে দুদু বলেন, এই  সরকার আমাদের ভালোবাসার সরকার, এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকার ছাত্র-জনতার সরকার। এই সরকার জুলুমবাজদের বিরুদ্ধে দাঁড়াবে। যত দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলের মামলাগুলো বাতিল করতে হবে। তারপর সবচেয়ে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। কারণ ৩টি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষকদল নেতা মো. সাদি, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews