সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার উদ্দেশ্যে বেইজিং সফর করে গেছেন। এ সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর মধ্যে অনেকগুলোই ছিল বেশ বিতর্কিত।

যেমন ব্লিঙ্কেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের সহায়তা হিসেবে বিভিন্ন সামরিক উপকরণ ও প্রযুক্তি পাঠানো নিয়ে সি চিন পিংকে সতর্ক করেছেন। দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া মালিকানা দাবি এবং ফিলিপাইনকে (যুক্তরাষ্ট্রের মিত্র) বেইজিংয়ের হয়রানি করার বিষয়ে তিনি আপত্তি তুলেছেন। তাঁদের আলোচনায় চীনের বাজারে যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি রপ্তানির ওপর মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়ও উঠে এসেছে।

ব্লিঙ্কেন-সি চিনের বৈঠক যখন চলছিল, তখন আমি বেইজিংয়ে ছিলাম। আমি তখন সেখানে একটি সাইনো-আমেরিকান ‘ট্র্যাক টু ডায়ালগ’ শীর্ষক সংলাপে চেয়ার হিসেবে ছিলাম। নাগরিকেরা তঁাদের নিজ নিজ সরকারের সঙ্গে যাতে যোগাযোগ করতে পারেন এবং নিজেদের পক্ষে কথা বলতে পারেন, তার উপায় অন্বেষণ নিয়ে সংলাপটি আয়োজন করা হয়েছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews