তৃতীয় ও আজ থেকে শুরু হওয়া চতুর্থ টেস্টের ভেন্যু একই—আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। তৃতীয় টেস্ট দুই দিনে শেষ হওয়ায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্পিনবান্ধব পিচকে স্রেফ ধুয়ে দিয়েছেন অনেকে।

মাইকেল ভন তাঁদের একজন। ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক ও ধারাভাষ্যকার চতুর্থ টেস্ট সামনে রেখে ধারাবাহিকভাবে ভারতের পিচ নিয়ে খোঁচা মেরে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রসিকতামূলক পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন। কিন্তু চতুর্থ টেস্টে আজ প্রথম দিনে পিচের আচরণ ভনের সব খোঁচাকে ভোঁতা বানিয়ে যেন তাঁর কাছেই ফেরত পাঠাল!

চার টেস্টের এই সিরিজে স্পিনবান্ধব পিচ নিয়ে কথা চলছে দ্বিতীয় টেস্ট থেকে। আহমেদাবাদে তো তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই বল বড় বাঁক নিয়েছে। জো রুটের মতো খণ্ডকালীন স্পিনার নিয়েছেন ৫ উইকেট! পিচ কেমন ছিল, এর উত্তরে নিজের ৫ উইকেট নেওয়ার উদাহরণ দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক।

তবে ইংল্যান্ড দলের কেউ পিচ নিয়ে সরাসরি কোনো অভিযোগ করেননি। সাবেক অধিনায়ক ভন অবশ্য অন্য ধাতে গড়া। ইংল্যান্ড অধিনায়ক মজা করার সুযোগ পেলে তা হাতছাড়া করেছেন খুব কমই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews