এরপর ২০১৭ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি হিসেবে হোয়াইট হাউসের সঙ্গে যুক্ত হন রবার্ট লাইথাইজার। তিনি একজন আন্তর্জাতিক আইনজীবী, যিনি মূলত ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত মামলায় লড়ে থাকেন। তিনি এসে মঙ্গলবারের সভাগুলোতে বাগ্যুদ্ধের মাত্রা কমিয়ে আনেন বলে জানান ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক ডেপুটি উপদেষ্টা চার্লি কুপারম্যান।
ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত আইনের বিষয়ে জানাশোনা থাকার ফলে লাইথাইজার কাজটি করতে সক্ষম হন। তিনি দুই মেরুতে থাকা মুনচিন ও নাভারোকে মাঝামাঝি অবস্থানে নিয়ে আসেন।
ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে ৭৭ বছর বয়সী লাইথাইজারকে সম্ভাব্য অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী কিংবা শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে ভাবা হচ্ছে। সুরক্ষাবাদী বাণিজ্যনীতির জন্য তাঁর সুদীর্ঘ পরিচিতি রয়েছে।