জাতীয় পার্টির চার অংশের নেতারা এক মঞ্চে বক্তব্য দিয়েছেন। জিএম কাদেরের জাতীয় পার্টি (জাপা) থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া তিন জ্যেষ্ঠ নেতাও এতে যোগ দেন। তবে এই মঞ্চে জিএম কাদেরের অনুসারী কোনো নেতা ছিলেন না। আয়োজকেরা বলছেন, বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁরা এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এক মঞ্চে এসেছেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘পল্লিবন্ধু এরশাদ স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন এই স্মরণসভার আয়োজন করে। এর উদ্যোক্তা জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত তিন জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু। আজ সোমবার রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন আনিসুল ইসলাম মাহমুদ।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। জাতীয় পার্টি (রওশন এরশাদ), জাতীয় পার্টি (কাজী জাফর) ও জাতীয় পার্টি (মতিন)-এর নেতারা এতে যোগ দেন।