নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিশু মিনহাজকে হত্যার অভিযোগে তার এক বন্ধুকে (১২) আটক করেছে পুলিশ। শিশুটির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মুঠোফোনে টিকটক ভিডিও দেখতে না দেওয়ায় ইট দিয়ে মাথায় আঘাত করে মিনহাজকে হত্যা করা হয়। হারানো মুঠোফোনটি আটক শিশুর হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে অভিযুক্ত শিশুটিকে তার বাড়ি থেকে আটক করে বড়াইগ্রাম থানা-পুলিশ। সে একজন ভ্যানচালকের ছেলে।